৭ মাস বয়সী কন্যা শিশু অবিরাম কাঁদছিল। এই শব্দ শুনে স্থানীয়রা ঘরে প্রবেশ করেন। গিয়ে দেখেন, শিশু কান্না করছে- পাশে তার বাবার লাশ। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু মা তখন আত্মগোপনে। ঘটনা টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়া এলাকার।
আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আবু সাইদ (৩৫)। সদর উপজেলার তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে। আত্মগোপনে থাকা তার স্ত্রীর নাম হৃদয় ভানু।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী-সন্তান রেখে হৃদয় ভানুকে দ্বিতীয় বিয়ে করেন। হৃদয় ভানুর ইতোপূর্বে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল। গত ৬ মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় আবু সাইদ ও হৃদয় ভানু জনৈক হুমায়ুনের বাসা ভাড়া নেন। তাদের এক কন্যা শিশুও আছে। মাঝে মাঝে আবু সাইদ ওই বাসায় এসে থাকতেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবু সাইদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় ভানু পলাতক আছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ