ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং বলেন, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন জুয়েল আরেং।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য প্রদানের মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষিতে সফলতা সর্ম্পকিত বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
মেলায় প্রধান অথিতির বক্তব্যে জুয়েল আরেং আরও বলেন, কৃষক উপকৃত হওয়ার জন্য সরকার কৃষকদের জন্য ভর্তুকিতে সারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দিয়ে যাচ্ছে। আমাদের এ অঞ্চলের মাটি খুবই উর্বর বলেই যা চাষাবাদ করা হয় কৃষকরা তাতেই সফলতা লাভ করে। এ অঞ্চলের কৃষিক্ষেত্রকে আরো একধাপ এগিয়ে নিতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান প্রমুখ।
‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী এ কৃষি মেলার আয়োজন করা হয়।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, জৈবিক চাষাবাদ পদ্বতি, বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারাসহ বিভিন্ন সবজি চাষের পদ্ধতি ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর উপর বিভিন্ন স্টল অংশগ্রহণ করে। এছাড়াও মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের জন্য স্টল বরাদ্দ করা হয়।
উলেখ্য, ২৮ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কৃষি মেলা।