বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেল ৬টার দিকে দোনা গ্রামের শহিদুল ফকিরের বাড়ির সামনে থেকে সবুজ শেখকে (২৭) হাতেনাতে গ্রেফতার করে। সবুজের এক সহযোগী এসময় পালিয়ে যেতে সক্ষম হয়।
তার নিকট থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন ডিবি পুলিশ সদস্যরা। সবুজ পঞ্চকরণ ইউনিয়নের শোনাখালী গ্রামের শাহালম শেখের ছেলে। সে একজন পেশাদার মাদক বিক্রেতা বলে মামলা সূত্রে জানা গেছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত আলী বাদি হয়ে দু'জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এএ