বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি দেশটাকে ফোকলা করে দিয়েছে। জনগণের টাকা, রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে ছাগল চুরি পর্যন্ত এমন কিছু নাই যা আওয়ামী লীগাররা করেনি। তারা চুরি, দুর্নীতি করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ গড়ে তুলছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিষলেটিটে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ উৎপাদন ও শক্তিশালী অর্থনীতির দাবী যে কতটা অন্তঃসার শূন্য চলমান দুর্বিষহ লোডশেডিং এবং নিত্য-পণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস তা প্রমাণ করে। শতভাগ বিদ্যুৎ উৎপাদন করে আওয়ামী লীগ লোডশেডিংকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছিল। আর বাস্তবতা হচ্ছে, লোডশেডিং ও দরিদ্রতা আজ ঘরে ঘরে।
ভূবনকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপি সদস্য অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর