নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) জীবন কানায় দাশ স্থানীয় সুধিজনদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাইমুড়ি জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের সম্মেলন কক্ষে এ সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় সুধি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের সমাজকর্মী ডা. দিপঙ্কর রায়, সাবেক ট্রাস্টি কাজী মানছুরুল হক খসরু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি মোল্লা হাবিবুর রাসুল মামুন, উন্নয়ন কর্মী আবদুল আউয়াল, নুরুল আলম মাসুদসহ অনেকে।
অনুষ্ঠানে আগামী দিনে গান্ধী আশ্রম ট্রাস্টকে দেশের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে এবং আশ্রমের সেবা জেলার বিভিন্ন স্থানে পৌঁছে দিতে সকলের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান মে. জেনারেল (অব:) জীবন কানায় দাশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন