বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক প্রয়াত সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানকে নিয়ে সম্পাদিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
আজ শুক্রবার রাত ৮ টায় সুনামগঞ্জ শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রণেন্দ্র তালুকদার পিংকু সম্পাদিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পীর হাবিবুর রহমানের সহোদর মতিউর রহমান পীর, সাংবাদিক বিজন সেন রায়, কলামিস্ট সুখেন্দু সেন, দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, অধ্যক্ষ শেরগুল আহমেদ প্রমুখ।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে এই স্মারকগ্রন্থ উৎসর্গ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন