টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভর্তি শাল গজারী কাঠ জব্দ করেছে কালিদাস বিট অফিস। শুক্রবার (২৯ জুলাই) রাত ১০ টার দিকে কালিদাস বাজার দিয়ে পাচারের সময় কাঠসহ পিকআপ জব্দ করা হয়।
এসময় পিকআপ চালক লুৎফর রহমানকে (৩২) আটক করা হয়। সে শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় কালিদাস বিট অফিস।
বিট কর্মকর্তা মো. শাহআলম বলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে পিকআপ ভর্তি শাল গজারী কাঠ কালিদাস বাজর দিয়ে পাচার হয়ার সময় আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে পিকআপে ২৫ সিএফটি কাঠ রয়েছে, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। কাঠ বহন করা পিকআপটি জব্দ রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- কাঠগুলো সখীপুরের বেড়বাড়ি নেয়া হচ্ছিলো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ