বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী মাইজদী বি আর ডিবি হল রুমে আজ শনিবার সকাল ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স সমিতির আহবায়ক আতিক উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স সমিতির মহাসচিব শান্তা ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা শাখার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌস আহম্মদ মীর ও সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।
এর আগে, সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাস জেনারেল টিচার্স সমিতির সভাপতি মো. হারুন অর রশিদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ