টাঙ্গাইলের সখীপুরে গাঁজাসহ নাসির খান (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নলুয়া বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাজাসহ ওই যুবককে আটক করা হয়েছে। আটক নাসির ওই এলাকার বুলবুল খানের ছেলে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পুলিশ সুপার নির্দেশে এই উপজেলার মাদক নির্মূল করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে সখীপুর থানা পুলিশ। সেই লক্ষ্যে শুক্রবার রাতে গাঁজাসহ এক যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ