সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলেছে পাহাড় বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি আরও বলেন, পাহাড়ের মানুষ আগের মত আর পিছিয়ে নেই। উন্নয়নের তালে তালে অগ্রসর হচ্ছে পাহাড়বাসীর জীবন যাত্রা। পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে জ্বলছে শিক্ষার আলো। একই সাথে কমে এসেছে দারিদ্রতা।
আজ শনিবার বেলা ১১টায় রাঙামাটির বরকল উপজেলার হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবন ও ছাত্রাবাস উদ্বোধনের পর গণমাধ্যম কর্মীদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।
তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের অগ্রসর করতে এ অঞ্চলে গড়ে উঠেছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। যাতে পাহাড়ের ছেলে-মেয়েরা ঘরে বসেই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। তিনি সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রস্নু চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, পার্বত্যাঞ্চলে গ্রাম, পাড়া, মহল্লায় উন্নয়নমূলক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীদের ঘর দেওয়া হয়েছে। বিদ্যুৎ নেই বলে ঘরে ঘরে সোলার প্যানেল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের কথা চিন্তা করে বলেই এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে উগ্রবাদি সশস্ত্র সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাঁদাবাজি, গুম, অপহরণ, সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড বাড়িয়ে দিয়েছে। অবৈধ অস্ত্রবাজির কারণে পাহাড়ে বসবাসরত সহজ সরল মানুষদের জীবন অতিষ্ঠ। কিন্তু অবৈধ অস্ত্রবাজি করে সরকারের উন্নয়ণের ধারা বন্ধ করা যাবেনা।
তিনি জানান, এসব সন্ত্রাস দমন করতে সরকার এখন কঠোর অবস্থানে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য, পাহাড়বাসির জীবনমান উন্নয়নের জন্য শান্তি চুক্তি করা হয়েছে। তারপরও যদি অবৈধ অস্ত্রের ঝনঝনানি শুনা যায় তা কিছুতেই মেনে নেওয়া হবেনা। যারা পাহাড়ের বাসিন্দাদের কষ্ট দিতে অশান্তি তৈরি করবে তাদের শক্তহাতে প্রতিহত করা হবে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অর্থায়নে ৭০ লাখ টাকা ব্যয়ে একাডেমী ভবন ও জেলা পরিষদের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে রাঙামাটির বরকল উপজেলার হাজাছড়াতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ