ঝিনাইদহে বিনা টেন্ডারে গান্না ইউনিয়ন পরিষদের ৫ লাখ টাকা মূল্যের ৬টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী।
জানা গেছে, দীর্ঘদিনের পুরাতন ৬টি মেহগনি গাছ ইউনিয়নের সামনে থেকে ১টি ও পিছন থেকে ৫টি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। খুব সকালে বেশী করে লোকজন নিয়ে ওইস্থান থেকে গাছগুলি কেটে অন্যথায় সরিয়ে নেওয়াসহ সাথে সাথে সেখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে যাতে করে কেউ বুঝতে না পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, আমাদের শুধু দেখা ছাড়া কিছুই করার নেই। কারণ চেয়ারম্যান বা চেয়ারম্যানের লোকজন যদি জানতে পারে এ ঘটনা আমরা জানিয়েছি তাহলে মারধর তো করা হবেই সেই সাথে গ্রামে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। তাই সরকারের উচিৎ এসব ইউনিয়ন পরিষদের দিকে একটু খেয়াল রাখা।
এ ব্যাপারে চেয়ারম্যান আতিকুর রহমান মাসুম জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে যে গাছটি কেটে নেওয়া হয়েছে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করাসহ অন্যান্য কারণে গাছগুলি মারা গেছে।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন জানান, আমি একটি মিটিংয়ে আছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা জানান, ঘটনাটি আপনার মাধ্যমে অবগত হলাম। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল