ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘ছাত্রলীগকে বির্তকিত করার জন্য স্বাধীনতা বিরোধীরা তৎপর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধীরা নানা তৎপরতা বাড়ায়। জাতীয় নির্বাচনের আর মাত্র একটি বছর বাকি আছে। এ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধীরা তৎপর হয়ে উঠছে। এ ব্যাপারে ছাত্রলীগকে সচেতন হতে হবে।’
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান বক্তার ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আর্দশচ্যুত হওয়া ছাড়া কেউ নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষ জড়ায় না। ছাত্রলীগ কর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ানো যাবে না। ছাত্রলীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্ত সেটা যেন কখনো প্রতিহিংসাপরায়ণ না হয়। যারাই ছাত্রলীগের পদ প্রত্যাশী যারা সবাই যোগ্য। কিন্তু সবাইকে একই পদে বসানো যাবে না। যারা যোগ্য ও প্ররিশ্রমী, ক্লিন ইমেজ, তাদেরকে নেতা বানাতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/ফারজানা