লক্ষ্মীপুরে আমেনা বেগম নামে এক গৃহবধূর ঝলসে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা চরভূতা গ্রামের হেজু মাষ্টার বাড়ির কৃষক দিদার হেসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত থেকে আমেনা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তোফায়েল আহম্মেদ নামে এক কৃষক মাঠে কাজ করতে যান। এ সময় তিনি এক নারীর আগুনে পুড়ে যাওয়া ঝলসানো অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দুপুরে মরদেহটি উদ্ধার করে। এসময় আমেনার পরিবার লাশটি শনাক্ত করেন।
আমেনার পরিবার জানান, ২০১৪ সালে দিদার হোসেনের সাথে আমেনার বিয়ে হয়। তাদের ঘরে তিনটি মেয়ে আছে। তাদের মধ্যে সাংসারিক কোন ঝামেলা ছিলো না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ময়না তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম