সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের দুই প্রতারক মাহবুব হাওলাদার ও মনির হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ। চক্রটি সম্প্রতি অভিনব কায়দায় বিশ্বাসযোগ্যতা অর্জন করে চাকরি দেবার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
চাকরির গ্যারান্টি দিয়ে টাকার গ্যারান্টি হিসেবে ব্যাংক চেক ও নগদ অর্থ নিতো চাকরিপ্রার্থীর কাছ থেকে। শনিবার দুপুরে ভান্ডারিয়া থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, ভান্ডারিয়া উপজেলার সিয়াম ও ইব্রাহিম হাওলাদার এর পুলিশ ভেরিফিকেশনের জন্য আলাদা কাগজ আসে জেলা বিশেষ শাখায়। এরপর তদন্ত শেষে এদের দুইজনের প্রতিবেদন কারা অধিদপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে সেখান থেকে জানানো হয় যে, নিয়োগ সংক্রান্ত এ বিষয়ে কোনো কার্যক্রমই হয়নি। তাই এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় কারা অধিদপ্তর।
এরপর ঘটনার তদন্ত করে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রহিম জানতে পারেন যে, কারারক্ষী পদে চাকুরী দেওয়ার জন্য দুই জনের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সিয়াম এর বাবা মো. নজরুল ইসলাম মানিক ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর ২৭ জুলাই খুলনা থেকে প্রতারক মাহবুব হাওলাদার ও ২৯ জুলাই ঢাকার উত্তরা থেকে প্রতারক চক্রের আরেক সদস্য মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল