লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবারও মোফাজ্জল হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান আহমেদ এমপি সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও লালমনিরহাট ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল হক, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. মোঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।
সম্মেলনের দ্বিতীয় ধাপে সংখ্যা গরিষ্ঠতার সমর্থনে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপন সাধারণ সম্পাদক ঘোষণা করেন মোতাহার হোসেন এমপি।
বিডি প্রতিদিন/হিমেল