চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে সাদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সাদ হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুর মহল্লার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সাদ মারা যায়। সদর মডেল থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন জানান, বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে নিহত সাদের চাচাতো ভাই শামিম আলী জানান, তার চাচাতো ভাই রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাদ বজ্রপাতের সময় স্কুল সংলগ্ন মাঠে ফুটবল খেলা দেখছিল। এসময় বজ্রপাত ঘটলে সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এএম