ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। রাত পোহালেই ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকেলে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের হাতে এসব সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।
২য় বারের এই উপ-নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৬’শ ৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। নির্বাচনের দ্বায়িত্ব থাকবেন ১২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট । এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবেন।
২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়। এরপর উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তারই স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারো শূন্য হয়।
বিডি প্রতিদিন/হিমেল