পাটখড়ি হতে কার্বন প্রস্তুতের উদ্ভাবক যশোর জেলার কেশবপুরের কৃতি সন্তান বিজ্ঞানী ও গবেষক ড. আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় চারুপীঠ আর্ট স্কুল।
শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রধান উপদেষ্টা অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. আব্দুল আজিজের হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে চারুপীঠের পরিচালক উৎপল দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ শাহীন, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত ও আব্দুস সালাম প্রমুখ।
ড. আব্দুল আজিজ সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এন্ড মিনারেলসে বিজ্ঞানী ও গবেষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পাটখড়ি হতে কার্বন প্রস্তুত ও চিত্রাঙ্কনের রংসহ বহুবিধ ব্যবহারের উদ্ভাবক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার বাড়ি কেশবপুরের মোমিনপুর গ্রামে।
অনুষ্ঠানে বিজ্ঞানী ও গবেষক ড. আব্দুল আজিজের উদ্ভাবিত কার্বনের জলরং দিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল