দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মোছা. আফসানা মিমি নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ মোছা.আফসানা মিমি(২২) নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামের আ. রহিমের স্ত্রী এবং এক সন্তানের জননী।
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রুবেল হোসেন বলেন, আফসানা মিমি নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গৃহবধূর স্বজনেরা বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর দাবি করেছেন। তাই বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গৃহবধূর মৃত্যুর কারণ বিদ্যুতায়িত বললেও তাতে সন্দেহ থাকায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম