ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুগঞ্জ স্টেশন সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখী কয়েকজন যাত্রী শুক্রবার রাতে আশুগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মের বুকিং রুমের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশন পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান জানান, আশুগঞ্জ রেলস্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম