টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেল সেতুর ওটিজি কোম্পানির সাইট চিফ ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। শনিবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধ পূর্ব সেতুর ইব্রাহীমাবাদ এলাকায় এ দুর্ঘটনা এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আব্দুল মঈন (২৭) নরসিংদীর শাহ আব্দুল মোমিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে শাহ আব্দুল মঈন মোটরসাইকেলযোগে অফিসের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মহাসড়কের ইব্রাহীমাবাদ এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মঈনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম, তিনি একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/নাজমুল