১৫ আগস্ট, ২০২২ ১১:১১

রাজধানীর কদমতলীতে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর কদমতলীতে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর ঢাকা মেস এলাকায় কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে আমিন উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে একটি স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন।

আমিন উদ্দিনের সহকর্মী মো. মনির হোসেন জানান, তারা স্টিল মিলে শ্রমিকের কাজ করেন। মিলের ভিতরে সকালে মাথায় রড বহন করছিলেন আমিন। তখন হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সহকর্মীরা শুধু তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানাতে পেরেছেন। এছাড়া আর বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর