১৫ আগস্ট, ২০২২ ১৪:০২

জয়পুরহাটে ইজিবাইক চার্জার তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ইজিবাইক চার্জার তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

জয়পুরহাটে ইজিবাইক চার্জার তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

জয়পুরহাটে একটি ইজিবাইক চার্জার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার রাতে শহরের হাউজিং এস্টেট এলাকায় ইতি এন্টারপ্রাইজের ওই চার্জার কারখানায় আগুন লাগে। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

জয়পুরহাট ফায়ার স্টেশন কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ তালাপাত্র   এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতি এন্টারপ্রাইজের সত্বাধিকারী তারেক বলেন, আগুনে আমার ইজিবাইক চার্জার কারখানায় প্রায় ১০ লাখ টাকার  ক্ষতি হয়।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ তালাপাত্র জানান, ইজিবাইক চার্জার কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ভয়ানক আকার ধারণ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর