১৬ আগস্ট, ২০২২ ১৯:৩৫
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় সাত দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সাত দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন শহরের আনন্দ বাজার, সড়ক বাজার ও মহাদেবপট্টির কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আনন্দ বাজারের চাল ব্যবসায়ী আবদুর রহিমকে ৫০ হাজার, ব্যবসায়ী সঞ্জয়কে ১ হাজার, মুদি দোকানি রঞ্জন পালকে ২ হাজার, নূর মিয়াকে ২ হাজার, সড়ক বাজারের অমৃত হোটেলকে ১০ হাজার, মহাদেবপট্টির মিষ্টির দোকানি সতীশ মোদককে ৫ হাজার ও নারায়ন মোদককে ৫ হাজার টাকা জরিমানা করা।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বাজার মনিটরিং করার নির্দেশনার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশি দামে চাল বিক্রি, পণ্য সামগ্রীর মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন ও প্রস্তুতির দায়ে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর