১৮ আগস্ট, ২০২২ ১৩:৫৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় পত্রিকার সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় পত্রিকার সাংবাদিক নিহত

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে  বালুবাহী ট্রাকের স ঙ্গে বিপরীতমুখী সিএনজি চালিত অটোটেম্পুর ধাক্কায় গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
বুধবার দিবাগত  রাত ৮টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম নবী মারা যান। তিনি বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক কালের খবর’ পত্রিকার সাব-এডিটর ছিলেন । 
 
আহতরা হলেন- দুপচাঁচিয়ার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সীগঞ্জের ধীরাজ এবং কাহালু উপজেলার বেলাল হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম।
 
বৃহস্পতিবার সকালে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোটেম্পুর চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। তাদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে অটোটেম্পু যাত্রী গোলাম নবী মারা যান। গোলাম নবীর কাছ থেকে দৈনিক কালের খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।
 
বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর