১৮ আগস্ট, ২০২২ ১৫:২৩

জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাশেদ হোসেন, রাসেল হোসেন, নুর ইসলাম, সোহরাব, দুলালসহ ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার কাশিমপুর গ্রামে পিতার জমিতে নতুন ঘর তৈরির চেষ্টা করছে রাশেদ হোসেন। আর তাতে বাধা দেয় বড় ভাই রাসেল হোসেন। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। 

এরই জের ধরে রাতে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এ তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর