১৯ আগস্ট, ২০২২ ১৪:৩৩

শার্শা সীমান্তে প্রায় ২ কেজি স্বর্ণের বারসহ আটক ১

অনলাইন ডেস্ক

শার্শা সীমান্তে প্রায় ২ কেজি স্বর্ণের বারসহ আটক ১

শার্শা সীমান্ত এলাকা থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মোনতাজের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে।

খুলনা ২১ বিজিবি দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোনতাজ নামে এক ব্যক্তিকে দাঁড় করানো হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার ওজন এক কেজি ৯৮৫ গ্রাম।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর