কুমিল্লায় পাওনার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবকের ওপর গুলি চালিয়েছেন আরেক যুবক। এতে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহানের মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম নাম আবদুল আলিম (৩০)। তার বাড়ি জেলার বরুড়া উপজেলায়। যে গুলি করেছেন তার নাম রুবেল। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
ওসি বলেন, ‘জানতে পেরেছি পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। আবদুল আলিমের পেটে গুলি লেগেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। আর ঘটনার বিস্তারিত জানতে পুলিশের দুটি টিম মাঠে নেমেছে। আমরা বিস্তারিত পরে জানাব।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ