জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সারাদেশে অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তবে খুলনায় এ হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।
সকাল থেকেই স্বাভাবিক নিয়মে মার্কেট, শপিংমলসহ দোকানপাট খোলা রাখা হয়। ট্রেন ও যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রাপ্তানী কার্যক্রম চলছে। অফিস আদালতে উপস্থিতিও রয়েছে স্বাভাবিক। এমনকি, সকাল থেকে বামদলের কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ