ভালুকার পল্লীতে খেলার সময় নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বরাইদ গ্রামের আবুল বাশারের ৭ বছরের শিশু কন্যা ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ফেরদৌসী আক্তার তার ফুফাতো বোন ত্রিশাল নামাপাড়া এলাকার মিরাজুল ইসলামের ৬ বছরের শিশু কন্যা মার্জিয়া আক্তারকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের নদীর ধারে খেলতে যায়।
খেলার সময় নদী থেকে কচুরিপানা সংগ্রহের জন্য পানিতে নামলে নদীর পানিতে ডুবে যায়। কিছু দুরে একটি মাছ ধরার বানার মধ্যে দু’জন আটকে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে স্বজনরা তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’বোনকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর