পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুজন ইসলাম (২৫)।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে।
স্থানীয় ও পরিষদ সূত্রে জানা যায়, বুধবার রাতে জগদল এলাকায় একটি মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েন সুজন ও জাহেদুল। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে খবর দিয়ে তাদের পরিষদে নিয়ে যায়। এ বিষয়ে সকালে পরিষদে বিচার শালিসের কথা ছিল। এ জন্য রাতে তাদের দু’জনকে পরিষদের দ্বিতীয় তলায় পৃথক কক্ষে রেখে সবাই নিজ নিজ বাড়ি চলে যায়। সকালে ডিউটিরত গ্রামপুলিশ খাবার দিতে গিয়ে সুজনকে গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি পরিষদের সবাইকে জানান। পরে এ বিষয়ে থানায় জানালে পুলিশকে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে চুরির দায়ে অভিযুক্ত জাহেদুল নামের অপর যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জাহেদুল জগদল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/কালাম