'বৃক্ষ প্রানে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বগুড়ায় উদ্বোধন হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্তরে বেলা ১২টায় জেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
জেলা প্রশাসকের সহযোগিতায় শহীদ টিটু মিলনায়তন চত্তরে সামাজিক বন বিভাগের আয়োজনে মেলায় ৩০টি নার্সারী অংশগ্রহন করছে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহা: আব্দুল আউয়াল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমর চক্রবর্ত্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিডি প্রতিদিন/এএ