মোটরসাইকেল চালিয়ে ট্রায়াল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নির্দেশক পিলারের ধাক্কায় মো. হারুনুর রশিদ হারুন নামে এক সহকারী মেকানিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঁচদহ শেখ ওয়াজেদ মিয়া সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হারুনুর রশিদ হারুন (১৬) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউপির পূর্ব ভোটারপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। তিনি ওই এলাকার কাঁচদহ বাজারের রতন মিয়ার মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নবাবগঞ্জ থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুন মোটরসাইকেল চালিয়ে ট্রায়াল দিতে গিয়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে আহত হয়। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক