বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের লুবনা কটেজে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এসময় গণভোজের আয়োজন করে জেলা শ্রমিক লীগ।
জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। শ্রমিক লীগের সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন মিয়া, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী, রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সৈয়দ সাইফুল হাসান পলাশ, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া ও নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ