ঝালকাঠির নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়নের শ্যামপুর বাজারের খালের ওপর বন্ধ থাকা ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মাববন্ধন করে ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, বাকেরগঞ্জের রংগশ্রী ইউনিয়ন ও নলছিটির কুসঙ্গল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজার খালের উপরের ব্রিজটি এক দশক আগে ভেঙ্গে যাওয়ার পরে গত বছর নতুন ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। শুরুর দুই তিন মাস পর কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মহাদুর্ভোগে পড়েছেন খালের দুই পাড়ের এলাকার অন্তত ২০ হাজার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বৃদ্ধরা প্রায়ই দুর্ঘটনায় পড়ছেন। ছাত্রছাত্রীদের বই খাতা খালে পরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের ছোট বাচ্চারা মৃত্যুঝুঁকি নিয়েই কাঠের সাঁকো পার হচ্ছে। প্রসূতি ও অসুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা নিতে ব্যহত হচ্ছে। কাজে অনিয়ম করায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তর থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১টায় নলছিটি উপজেলার সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য ও ছাত্রলীগ নেতা আরিফ সিকদারের উদ্দ্যোগে শ্যামপুর বাজারে দুই শতাধিক মানুষ উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রূম্পা সিকদারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব।
বিডি প্রতিদিন/এএ