চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে সোমবার রাতে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌরসভাধীন উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডস্থ শ্যামল শীল এর সেলুনের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোঃ মাঈনুদ্দিন (২৪), এবং মোঃ কামাল মিয়াজী (৩০) এর কাছে ১১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
বিডি প্রতিদিন/এএ