কুড়িগ্রামের রৌমারীতে সাইকেলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় গাছ পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম আব্দুল্লাহ আল নোমান রাব্বী (১৩)। আজ বৃহস্পতিবার দুপুরে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পূর্ব পাখি উড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র চর শৌলমারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। সে ওই ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ আল নোমান রাব্বী ঘুঘুমারী থেকে চর শৌলমারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব পাখিউড়া গ্রামে সড়কের পাশে একদল কাঠুরিয়া গাছ কাটছিল।
এসময় ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটা একটি ডাল তার মাথায় ভেঙে পড়ে। এসময় সে সেখানেই অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার।
বিডি-প্রতিদিন/শফিক