গোপালগঞ্জে চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, গোপালগঞ্জ সদর আমলী আদালতে এই চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক শীতল ঘোষ।
চার্জসীট ভুক্ত আসামীরা হলো রাকিব মিয়া, মোঃ হেলাল, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, তুর্য্য মন্ডল, পিয়াস ফকির, জীবন জমাদ্দার ও ফরিদ শেখ।
দুই জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমানাদি না পাওয়ায় তাদেরকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিগত ২৩ ফেব্রুয়ারী রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও আরেক ছাত্র শহরের নবীনবাগে বাসায় ফেরার পথে স্থানীয় হেলিপ্যাডের কাছ থেকে আসামিরা জোর করে পাশের একটি নির্মানাধীন ভবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।
বিডি প্রতিদিন/এএ