নীলফামারীতে শুরু হয়েছে ১৫ দিনের বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা। আজ সন্ধ্যা ছয়টার দিকে ভার্চ্যুয়ালী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
জেলা প্রশান ও বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। এ সময় স্বাগত বক্তৃতা দেন বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
'বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজম্মের টেকসই বাংলাদেশ' শ্লোগানে আয়োজিত মেলায় ৪০টি স্টল স্থান পায়।
বিডি প্রতিদিন/এএ