গাজীপুর ও ঢাকা, নরসিংদী, নারায়নগঞ্জ, বরিশাল, ভোলা এবং চট্রগ্রাম এলাকার বিকাশসহ বিভিন্ন দোকানে চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করেছে জিএমপির বাসন থানা পুলিশ। এসময় চুরি করে নেওয়া ৭১ হাজার টাকাও তাদের থেকে উদ্ধার করা হয়েছে।
আজ বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ এ তথ্য জানিয়েছেন। এসময় সিনিয়র সহকারি কমিশনার (সদর জোন) রিপন চন্দ্র সরকার, সহকারি কমিশনার (অপরাধ ও মিডিয়া) আবু সায়েম নয়ন ও বাসন থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলো ভোলার দোলারহাট থানার নুরাবাদ এলাকার মো: রানা (২৩), ভোলা সদরের চৌরান্দপ্রার্থী এলাকার মো: ইউসুফ (৩০), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার গুলিশাখালী এলাকার মো: হুমায়ুন কবির (৩৮), নরসিংদীর শিবপুর থানার নয়াদিয়া এলাকার মো: হান্নান মিয়া (৬৬), ভোলার দোলারহাট থানার ওসমানগঞ্জ এলাকার মিজান মাহমুদ (২৮), একই থানার নুরাবাদ এলাকার মো: মোহসিন মিয়া (২৮) এবং চর যমুনা এলাকার ছাত্তার দালাল (৪০)।
জিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর, ঢাকা, নারায়নগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় বৃহষ্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন বিকাশের দোকান থেকে চুরি করে নেওয়া ৭১ হাজার টাকাও উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃতরা শুধু গাজীপুরে নয়, ঢাকা, নরসিংদী, নারায়নগঞ্জ, বরিশাল, ভোলা এবং চট্রগ্রামসহ বিভিন্ন জেলায় বিকাশ দোকানের ক্যাশ থেকে দীর্ঘদিন ধরে টাকা ও মোবাইল ফোন লুট করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
বিডি প্রতিদিন/এএ