বাল্যবিবাহকে ‘না’ জানালো দিনাজপুর সদর উপজেলার নশিপুর হাই স্কুল এন্ড কলেজের সাত শতাধিক শিক্ষার্থী। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানতে পেরে শুধু নিজেদের ক্ষেত্রে নয়, নিজ এলাকাতেও যাতে কোন বাল্যবিবাহ সংঘটিত না হতে পারে সে জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসব শিক্ষার্থী।
বৃহস্পতিবার নশিপুর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ‘মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে আইনশৃংখলা বিষয়ক’ এক মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত শিক্ষার্থীরা।
নশিপুর হাই স্কুল এন্ড কলেজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ রাজেদুর রহমান রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতয়ালী থানার ওসি মোঃ তানভিরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মওলা শাহ, উপ-পরিদর্শক মোঃ শামীম হক ও সুন্দরবন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নশিপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রভাস চন্দ্র রায়।
বিডি প্রতিদিন/এএ