নাটোরের লালপুরে বিনা মেঘে বজ্রপাতে স্বামী স্ত্রী ও দুই বোনসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মোহরকয়া নতুনপাড়া গ্রামে মেঘবৃষ্টি ছাড়াই বজ্রপাতের ঘটনা ঘটে। এটি বাড়ির পাশের একটি নারিকেল গাছের মাথায় পড়ে আগুন ধরে যায়।
এতে আহত হন মোহরকয়া গ্রামের সেকেন্দারের ছেলে মিজানুর রহমান (৪০), মিজানুরের স্ত্রী শেফালী (৩২), বোন রিমা (২৮) ও চাচাতো বোন রুমা (৩০)। তাদের দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাগর আহমেদ জানান, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা আগের চেয়ে ভালো আছেন।
বিডি প্রতিদিন/এএম