দাবা খেলাকে জনপ্রিয় এবং সর্বস্তরে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার দুুপুরে তিনদিন ব্যাপি প্রতিযোগিতা এবং কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
জেলা পুলিশের সহযোগিতায় এই কর্মসূচী আয়োজন করেছে জেলা ক্রিড়া সংস্থা। প্রতিযোগিতায় জেলার ১১ টি বিদ্যালয়ের ১৮টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা ক্রিড়া অফিসার গৌতম কুমার রায় এবং প্রতিযোগিতার প্রধান অরবিটর শফিক আহমেদ।
জানা গেছে, জেলা পর্যায়ের চাম্পিয়নরা পরবর্তিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। বিভাগীয় চাম্পিয়নরা জাতীয় প্রতযোগীতায় অংশ নেবে। জাতীয় ভাবে চাম্পিয়নদের ১০ লক্ষ টাকা পুরস্কার এবং স্পেনে প্রশিক্ষণ দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম