দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রণয়ন বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারনে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও বশেমুরকৃবি’র বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু, বিশেষ অতিথি হিসেবে ফেডারেশনের সহ-সভাপতি মো. খাইরুল আলম (নান্নু), যুগ্ম-মহাসচিব মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা, মো. আসাদুজ্জামান আসাদ এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সভায় ফেডারেশনের বর্তমান ও ভবিষ্যত কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় বশেমুরকৃবি’র রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার ও বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম