মেহেরপুর সদর উপজেলার ময়ামারি সড়কে জামাল ফকির(৫৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করে। ইজিবাইক চালক জামাল হোসেন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মায়াাবাড়ি সড়কের পাশে খায়রুল ইসলামের লিচু বাগানের মধ্যে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে গ্রামবাসী। পরে ৯৯৯ এ ফোন দেয় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি(তদন্ত) মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, ৯৯৯ ফোন পেয়ে গঠনাস্থলে পৌঁছে লাশের পাশে নেশা সামগ্রী দ্রব্য দেখতে পায়। নেশা করার সময় হার্ট অ্যাটাকে জামাল হোসেনের মৃত্যু হতে পারে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম