যুবদল কর্মী শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে শোক র্যালি ও কালো পতাকা মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা যুবদল।
বৃহস্পতিবার সকালে শহরের গোহাটা রোডস্থ বশির ভিলার সামনে থেকে এই শোক র্যালি বের করে জেলা যুবদল।
র্যালিটি বাজারের ভেতরের দিকে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বিএনপির।
পরে র্যালিটি আর সামনের দিকে না গিয়ে পুনরায় ভশির ভিলা প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ