নারায়ণগঞ্জে গুলিতে যুবদল কর্মী শাওনের মৃত্যুর প্রতিবাদে পঞ্চগড়ে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এম আর কলেজ রোড থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে শেষ হয়। সারাদেশে যুবদলের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল এই র্যালি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
র্যালিতে বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতা কর্মীরা অংশ নেয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য সচিব নুরুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
বিডি প্রতিদিন/এএ