নোয়াখালীতে কেন্দ্রিয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
সভায় নোয়াখালীর বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আহ্বায়ক কমিটির ৮৪ সদস্যের মধ্যে ৮৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদ উল্লাহ খাঁন সোহেল জানান, সভায় আগামী ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন করার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং জেলা সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।
সভার শুরুতে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আজকে আমরা জেলা আওয়ামী লীগের একটি বিশেষ বর্ধিত সভায় বসেছি এবং আমার মনটা ভরে উঠেছে যে আজকে আমাদের ঘরটি আলোয় আলোকিত হয়েছে। আমরা এ সভায় কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবো কিভাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগকে অধিকতর শক্তিশালী করা যায়। আমাদের মধ্যে সামান্য কিছু যে মনের অমিল আছে, সেগুলোকে আমরা কিভাবে ওয়ার্কিং রিলেশান ডেভলপ করে একসঙ্গে কাজ করতে পারি সে বিষয়ে আলোচনা করবো এবং সিদ্ধান্ত নিব। কিভাবে আমরা তৃণমূলের সম্মেলনগুলো সম্পন্ন করে আমাদের দলকে আরো অধিকতর শক্তিশালী করতে পারি সে বিষয়ে সিদ্ধান্ত নিব।’
এদিকে, আগামী ১০ সেপ্টেম্বর জেলা সদরে এবং ১২ সেপ্টেম্বর সুবর্ণচরে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ আহ্বান করেছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। সমাবেশ দুটিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিজেদের মধ্যে মান অভিমান ভুলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন