দিনাজপুরে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মেহেদুল (৫১) নামে একজনক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আর তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এই রায় দেন।
কারদন্ডপ্রাপ্ত মেহেদুল ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুর (আশ্রয়ন) এলাকার জহুর উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। এই মামলায় মোট সাত জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী তৈয়বা বেগম বলেন, এই মামলার রায়ে আমরা অনেক খুশি। আদালত এই ঘটনার পর খুব দ্রুতই বিচার কার্যক্রম সম্পন্ন করেছেন। শিশুটির পরিবারও এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তিনি।
তিনি মামলার উদ্ধৃতি দিয়ে জানান, গত ২০১৯ সালের ৩ জুলাই দুপুরে ভুক্তভোগী কিশোরীকে বাড়ির কাছাকাছি এলাকার দোকানে পাঠান তার মা। সেখান থেকে ফেরার পথে মেহেদুল মন্ডল তাকে ধর্ষণ করে। স্থানীয় এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে চ্যাঁচামেচি করলে মেহেদুল পালিয়ে যায়। পরে বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় কয়েকজন মেহেদুলকে নিজ হেফাজতে নেয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করলে পুলিশ মেহেদুলকে গ্রেফতার করে। তখন থেকে মেহেদুল কারাগারেই ছিল।
বিডি প্রতিদিন/এএ