কুমিল্লায় ওষুধের কোম্পানির পিকআপের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রি ও পরিবহনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতার আসামি মো. আল-আমিন হোসেন সুমন (৩১) চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
মেজর সাকিব জানিয়েছেন, একটি ওষুধ কোম্পানির ওষুধ পরিবহনের একটি মিনি পিকআপ ভ্যান থেকে আট হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল ফেনসিডিল ও ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবত পিকআপ ভ্যান ব্যবহার করে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর